![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-07%2F4e02844c-0fb7-4f47-9f4f-1cb61c627dfc%2Fchattogram_train_accident_290722_06.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
মাইক্রোবাসকে ১ কিলোমিটার ঠেলে নেয় ট্রেনটি
চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ঠেলে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় মহানগর ট্রেনটি।
শুক্রবার বেলা দেড়টার দিকে বার তাকিয়া স্টেশনে ঢোকার মুখে খৈয়াছড়া ঝর্ণা ক্রসিংয়ে একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১১ জনের মৃত্যু হয়।
পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী বলেন, “ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার মুখে খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মাইক্রোবাস লাইনে উঠে পড়ে।”
এরপর প্রায় এক কিলোমিটার দূরে বার তাকিয়া স্টেশনের দিকে মাইক্রোবাসটিকে ঠেলে নিয়ে যায়।