‘বিদেশে মাছ রপ্তানিতে চাঁদপুরের বড় ভূমিকা রয়েছে’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা ২০১৬-২০১৭ সাল থেকে বিশেষ করে ২০১৮ সাল থেকে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। মানুষের গড় প্রতি যেটুকু মাছের প্রয়োজন তার থেকে আমরা এখন একটু ভালো করছি। এখন আমরা মাছ রপ্তানিও করছি। চাঁদপুরে এখন আমরা যা উৎপাদন করছি, তার অর্ধেকই উদ্বৃত্ত থাকে। জাতীয় পর্যায়ে মাছের যে ব্যাপক উৎপাদন এবং বিদেশে রপ্তানির ব্যাপারে চাঁদপুর একটি বড় ভূমিকা রাখে। ফলে চাঁদপুরবাসীর একজন হওয়ায় আমি গর্বিত।
শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা তাদের শ্রমটা দেয় তাদেরকে যদি সঠিকভাবে সহযোগিতা দেয়া যায়- তাহলে তারা যে ম্যাজিকের মত করে দিতে পারে বাংলাদেশ তার প্রমাণ। যে পরিমাণ আমাদের কৃষি উৎপাদন বেড়েছে, দেশীয় ফল, শাকসবজি এবং মাছের উৎপাদন বেড়েছে, এগুলো সম্ভব হয়েছে আমাদের দেশের মানুষের উৎসাহ-উদ্দীপনা এবং কর্মস্পৃহার কারণে। আমরা এখন মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয়, সাধু পানির মাছ উৎপাদনে ২য়, বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে ৫ম, বিশ্বে ১১টি দেশ ইলিশ উৎপাদন করে তার মধ্যে আমরা প্রথম। ইলিশ উৎপাদনে বর্তমানে আড়াইগুণ বেড়েছে। এর অবদান সংশ্লিষ্ট সকলের। দেশকে এগিয়ে নিতে হলে সকলের সমন্বিত প্রচেষ্টা লাগে। মাছের ক্ষেত্রেও তাই হয়েছে। সবার চেষ্টার মধ্যদিয়েই আমরা সাফল্য অর্জন করতে পারছি।