You have reached your daily news limit

Please log in to continue


‘শামশেরা’ নিয়ে ধিক্কার, সঞ্জয় দত্তের আবেগঘন পোস্ট

শামশেরা’ ছবিটিকে ঘিরে আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু রণবীর কাপুর অভিনীত এই ছবিটি সিনেমাপ্রেমীদের ছিটেফোঁটা প্রত্যাশাও পূরণ করতে পারেনি। ১৫০ কোটি খরচ করে যশরাজ ফিল্মস এই ছবিটি নির্মাণ করেছিল। কিন্তু কুড়িয়ে–বাড়িয়ে ‘শামসেরা’ ৩৭ কোটির মতো ব্যবসা করেছে। আর এ জন্য দিন–রাত এই ছবির পরিচালক করণ মালহোত্রাকে নেট–দুনিয়ায় হেনস্তা করা হচ্ছে। ‘শামশেরা’কে ঘিরে নেট–জনতা রীতিমতো ধিক্কার জানাচ্ছেন। বলিউড তারকা সঞ্জয় দত্ত এক আবেগঘন পোস্ট করে তাঁর বেদনা প্রকাশ করেছেন।


‘শামসেরা’ ছবিতে সঞ্জয় দত্তকে খলনায়কের ভূমিকায় দেখা গেছে। এই ছবির চূড়ান্ত অসফলতাকে ঘিরে সঞ্জয় দত্ত টুইটারে এক পোস্টে লিখেছেন, ‘একটা ছবি নির্মাণের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে থাকে। “শামশেরা” নির্মাণের পেছনে আছে প্রচুর ঘাম আর চোখের জল। এ এক স্বপ্ন ছিল, যা আমরা পর্দায় নিয়ে এসেছিলাম। দর্শককে বিনোদন দেওয়ার জন্য ছবি নির্মাণ করা হয়।’


এই বলিউড তারকা আরও লিখেছেন, ‘“শামশেরা”কে ঘৃণার মুখোমুখি হতে হচ্ছে। কিছু মানুষ ছবিটিকে না দেখেই বিরোধিতা করছেন। আর এটা অত্যন্ত ভয়ানক। মানুষ পরিশ্রমকে সম্মান করতে ভুলে গেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন