প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপি বিক্ষোভ সমাবেশটির আয়োজন করেছে।
শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেস ক্লাব চত্বর নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।
এদিকে বিএনপির সমাবেশে কারণে প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ হয়েছে। এছাড়া, আশপাশের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক সড়কের মাঝখানে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে