You have reached your daily news limit

Please log in to continue


কিছু বলার আগেই শরীরের ওপর চড়াও হয় হেলপার

রাজধানীর আজিমপুরে বাসার উদ্দেশে ধানমন্ডি থেকে বিকাশ পরিবহনের বাসে ওঠেন এক ছাত্রী। রাত তখন পৌনে ৯টা। অনেক যাত্রী থাকা বাসের মাঝবরাবর সিটে বসেন। যান্ত্রিক নগরের কোলাহল এড়াতে কানে হেডফোন, মোবাইলে ছাড়েন গান। দিনের ক্লান্তির রেশ শরীরে, ক্ষণিকের তন্দ্রাভাবেই কারও স্পর্শ টের পান তিনি।

হুঁশ ফিরতেই চোখ মেলে পাশের সিটে আবিষ্কার করেন বাসচালকের সহকারীকে (হেলপার), যার একটি হাত নিজের হাঁটুর ওপর। মেরুদণ্ড দিয়ে ততক্ষণে হিম স্রোত বইছে! আরেকটু চোখ বুলিয়ে ভয় পেয়ে যান, পুরো বাস খালি। দরজা-জানালা ও লাইট বন্ধ। কিছু বলার আগেই হেলপার শরীরের ওপর চড়াও হয়।


এ সময় চিৎকার করে মেয়েটি চালককে বাস থামাতে বললেও কর্ণপাত করেনি; উল্টো গতি বাড়ায়। হেলপার হাত ও মুখ চেপে ধরে আওয়াজ স্তব্ধ করতে চায়। নিজেকে ছাড়ানোর চেষ্টায় চলতে থাকে ধস্তাধস্তি। একপর্যায়ে লাথি মেরে হেলপারকে সরিয়ে দিয়ে দরজা খুলে লাফ দেন ছাত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন