লঞ্চের ভিআইপি কেবিনের দুই যাত্রীর কাছে মিললো সাড়ে ১৩ কেজি গাঁজা
ভোলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ফারহান-৮ এর ভিআইপি কেবিন থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাটে ওই লঞ্চ থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার শ্রীমন্ত্রপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে আব্দুল করিম (৪৫) ও একই জেলার কোতোয়ালির ঠাকুরপাড়ার হুমায়ুন কবিরের ছেলে মো. লিমন (৩৫)। মির্জাকালু নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার হাকিমউদ্দিন লঞ্চঘাটে অভিযান পরিচালনা করি। এ সময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ফারহান-৮ এর ভিআইপি কেবিন-১ এ তল্লাশি চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজা দুজনকে আটক করি। আটকদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।