ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

জাগো নিউজ ২৪ নারায়ণগঞ্জ প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০৪:৩০

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় বশির ব্যাপারী (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় ধলেশ্বরী নদীর চর আলীরটেকের বাঁশের সাঁকো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত বশির ব্যাপারী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি কান্দাপাড়া এলাকার মৃত আমির হোসেন ব্যাপারীর ছেলে। তিনি পুকুর খনন করার ড্রেজার চালাতেন ও মাছ বিক্রি করতেন। এর আগে সন্ধ্যায় ধলেশ্বরী নদীতে মরদেহ ভাসতে দেখে মুক্তারপর নৌ-পুলিকে খবর দেন স্থানীয়রা। মুক্তারপর নৌ-ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান বলেন, ওই ব্যক্তি গত তিনদিন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা এলাকা থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় একটি জিডিও হয়েছে। আজ ধলেশ্বরী নদীর আলীরটেক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার হাত-পা বাঁধা ছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও