প্রতিবেশীর ছাগল জবাই করে খাওয়ার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলো দুমকি প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ২১:০৭

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিবেশীর ছাগল জবাই করে খাওয়ার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার রাতে দুমকি থানায় মামলা হয়েছে। এর আগে গতকাল বিকেলে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আবু গাজীর ছাগল ওই আওয়ামী লীগ নেতা জোরপূর্বক জবাই করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


ওই আওয়ামী লীগ নেতার নাম রেজাউল হক ওরফে রাজন। তিনি দুমকি উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক। রেজাউল হক মামলার বাদী আবু গাজীর প্রতিবেশী।


মামলার এজাহারে বলা হয়, গতকাল বিকেলে রেজাউল আবু গাজীর একটি খাসি ছাগল জবাই করেন। এ খবর পেয়ে আবু গাজী রেজাউলের বাড়িতে যান। এ সময় রেজাউল আবু গাজীকে গালাগাল করেন ও হুমকি দেন। ছাগলটির বর্তমান বাজারমূল্য ১২ হাজার টাকা হবে দাবি করেন আবু গাজী।


পরে আবু গাজী ওই দিন সন্ধ্যায় দুমকি থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে রেজাউলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় রেজাউলের বাড়ির ফ্রিজ থেকে পাঁচ কেজি পরিমাণ খাসির মাংস আলামত হিসেবে জব্দ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও