হাসপাতালে ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো

সমকাল প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১৯:৪০

শ্বাসযন্ত্রের সংক্রমণের সমস্যায় ভুগছেন ব্রাজিল কিংবদন্তি মারিও জাগালো। ব্রাজিলের হয়ে কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপজয়ী ফুটবলারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রিও ডি জেনিরোর হাসপাতাল খবরটি নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জাগালোকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।


আশার খবর হলো, নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকলেও জাগালো আগের থেকে কিছুটা ভালো আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো রকম যন্ত্র ছাড়াই এখন শ্বাস নিচ্ছেন ব্রাজিল কিংবদন্তি। এর আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন জাগালো। পরে পরীক্ষায় তিনি নেগেটিভ হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের সঙ্গে খেলে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়েছেন ব্রাজিলকে। এরপর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা উপহার দেন। ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলটিতে তিনি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আবারো ১৯৯৮ সালে কোচের দায়িত্ব পান। সে আসরে ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়েছিল ব্রাজিল। 


খেলোয়াড় ও কোচ হিসেবে জাগালো ছাড়াও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে শুধুমাত্র জার্মানীর ফ্রেঞ্জ বেকেনবাওয়ার (১৯৭৪ ও ১৯৯০) এবং ফ্রান্সের দিদিয়ের দেশ্যমের (১৯৯৮ ও ২০১৮)।


ইনস্টাগ্রামে এক পোস্ট করে বন্ধুর সুস্থতা কামনা করে ব্রাজিলের কিংবদন্তী পেলে লেখেন, 'আমার বন্ধু জাগালো, জানি তুমি কঠিন সময় পার করছ। কিন্তু এটা জেনে রাখো, তোমার দ্রুত সুস্থতার জন্য আমি প্রার্থনা করছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও