You have reached your daily news limit

Please log in to continue


দুই ঘণ্টা বন্ধের পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

দুই ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর আড়াইটায় ট্রেন যোগাযোগ সচল হয়। জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের মাইজগাঁও রেলস্টেশনে আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

পরে কুলাউড়া থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছায় দুপুর আড়াইটায়। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে আসা পারাবত ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশনে আসামাত্র ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপরই রেলওয়ে প্রকৌশল শাখার প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ইঞ্জিন মেরামতের কাজ শুরু করেছেন। এছাড়া বিকল্প আরেকটি ইঞ্জিনের মাধ্যমে পারাবত ট্রেনটি তার টাইম সিডিউলের দুই ঘণ্টা দেরিতে সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। রেলের এই কর্মকর্তা আরও বলেন, ওই সময়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হলেও ট্রেনের সিডিউলে কোনো সমস্যা হয়নি। ওই সময়ে সিলেট থেকে কোনো ট্রেন ছিল না। পারাবত ট্রেনটি সন্ধ্যায় আবার সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন