![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fgallery-images%2F2022%2F07%2F28%2Fthumb.jpg%3Fitok%3Dr7rTM6kC)
অস্থির হিমি!
এনটিভি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১৩:৪৮
প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালা। প্রচার হয়েছে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নাটক ‘অস্থির দম্পতি’। মুসাফির রনি পরিচালিত এ নাটকে তাঁর জুটি নিলয় আলমগীর। সামাজিক পাতায় বেশ জনপ্রিয় হিমি। সেখান থেকে দেখুন তাঁর কিছু স্থিরচিত্র।