![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/07/28/og/1332534.jpg)
রোহিতকে হটিয়ে টি-টোয়েন্টির নতুন রাজা গাপটিল
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১৩:৩২
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এই ইনিংসটি খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন এই কিউই ব্যাটার। গাপটিল টপকে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিলের মোট রান এখন ৩৩৯৯।