লেনদেনের শুরুতে বড় দরপতন
শেয়ার বিক্রির চাপে সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার (২৮ জুলাই) লেনদেন শুরুর মাত্র ৩০ মিনিটেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৫৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৮৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। লেনদেনে দেখা দিয়েছে ধীরগতি।
ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট অর্থাৎ আধা ঘণ্টায় ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।