You have reached your daily news limit

Please log in to continue


তাঁরা হ্যাডমের মালিক, তাঁদের স্যার ডাকবা

একজন খেপলেন মনমতো সংবাদ প্রকাশিত না হওয়ায়। আরেকজন খেপলেন আদালতের সমন পেয়ে। তবে দুজনেরই যে জায়গায় মিল, সেটি হলো—হেনস্তা করায়। আর এই ‘ইচ্ছে হলো তাই হেনস্তা করলাম’—এই মনোভাবটি সৃষ্টি হলো কর্তৃপক্ষ প্রদত্ত ‘হ্যাডম’ থেকে। কিন্তু এই হ্যাডমের মালিকানা আসলে কার?

হ্যাঁ, বলছি দুই ইউএনওর কথা। ইংরেজির বাংলা করলে দাঁড়ায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি কর্মচারী বিধি মোতাবেক তাঁরা একেকটি উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। এই পদের সরকারি কর্মচারীদের কাজের ফিরিস্তি অনেক, সরকারি ওয়েবসাইটে খুঁজতে গিয়ে বিশাল বিশাল তালিকা পাওয়া গেল। তাতে কী নেই! সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়টি যেমন আছে, তেমনি উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকির ভারও আছে। এককথায়, সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের গুরুদায়িত্বটি ইউএনওর কাঁধেই দেওয়া আছে। আর এত 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন