বিশ্বে প্রেসিডেন্ট পদে আছেন যে নারীরা
প্রথম আলো
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ০৮:২৬
বিশ্বের বেশ কয়টি দেশে বর্তমানে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন নারীরা। তাঁদের অনেকেই আবার নিজ নিজ দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েছেন। বিশ্বে বর্তমানে দায়িত্বরত নারী প্রেসিডেন্টদের সম্পর্কে জেনে নেওয়া যাক।
দ্রৌপদী মুর্মু, ভারতের রাষ্ট্রপতি
আদিবাসী সম্প্রদায় থেকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়ে সম্প্রতি ইতিহাস গড়েন ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু। ওডিশার সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করা এই নারীকে এ পদে আসতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। স্নাতক শেষ করার পর ওডিশার সেচ বিভাগে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কাজ করেছেন দ্রৌপদী। রাজনীতিতে প্রবেশের আগে স্কুলশিক্ষক ছিলেন তিনি। ২৫ জুলাই তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।