কুমিল্লায় নসিমনের ধাক্কায় তিন বছরের শিশু নিহত

জাগো নিউজ ২৪ কুমিল্লা সদর প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ২০:৫৭

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি এলাকায় নসিমনের ধাক্কায় মো. আব্দুল্লাহ (৩) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত শিশুর ফুফু মীম আক্তার বলেন, আব্দুল্লাহর মা সুমি আক্তার আট মাসের অন্তঃসত্ত্বা। আব্দুল্লাহসহ তাকে নিয়ে একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে নসিমন ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও