যুক্তরাষ্ট্রে নীতি সুদহার বৃদ্ধিতে ডলারের দামও বাড়ছে
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ১৪:৩৬
মহামারি শুরুর পর বিশ্ব অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির সংকটে পড়েছে। করোনাজনিত সমস্যা থেকে অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে যে বিপুল আর্থিক প্রণোদনা দিয়েছিল উন্নত দেশগুলো, তার জেরে চাহিদার সূচক অনেকটাই ওপরে উঠে যায়। চলমান মূল্যস্ফীতির প্রাথমিক কারণ এটাই। সঙ্গে ছিল সরবরাহ সংকট।
তবে বিশ্ব অর্থনীতি এর মধ্যেই ঘুরে দাঁড়াচ্ছিল, কিন্তু তখনই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে দেশে দেশে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় উঠেছে। এই বাস্তবতায় কেন্দ্রীয় ব্যাংকের হাতে একটি অস্ত্র আছে—নীতি সুদহার বৃদ্ধি। বিশ্বের প্রায় সব বড় দেশের কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক মাসে নীতি সুদহার বৃদ্ধি করেছে। কিন্তু উন্নত দেশে নীতি সুদহার বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোতে।