দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

জাগো নিউজ ২৪ আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ১১:৪৯

একদিন বৃষ্টি বাড়ছে তো পরের দিন আবার কমে যাচ্ছে। শ্রাবণে এসেও অনেকটাই এভাবে লুকোচুরি খেলছে বৃষ্টি। বৃষ্টির প্রবণতা ফের কমের দিকে। এজন্য বুধবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


এতে কিছু কিছু অঞ্চলে ফের তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।







মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ স্থানেই হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।


বুধবার বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণের ১২ তারিখ। এবার বর্ষার শুরুতে কিছুটা বৃষ্টির দেখা মেলে। আষাঢ়ের শেষ ভাগ থেকে বর্ষার বৃষ্টিতে অস্বাভাবিকতা।


মঙ্গলবার প্রায় সারাদিনই ঢাকার আকাশ ছিলো মেঘের দখলে দফায় দফায় হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। মঙ্গলবার ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বুধবার সকাল থেকে ঢাকার আকাশে রোদ। মেঘের আনাগোনা খুবই কম।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও