হেপাটাইটিসে প্রতি মুহূর্তে একজনের মৃত্যু, প্রতিরোধে যা করণীয়
ভাইরাল হেপাটাইটিসজনিত কারণে পৃথিবীতে প্রতি ৩০ সেকেন্ডে একজন মৃত্যুবরণ করে। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার ও লিভার ফেইলিওর এর জন্য দায়ী হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের আহ্বানে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, ভাইরাল হেপাটাইটিসের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
হেপাটাইটিসের প্রকারভেদ
হেপাটাইটিস (লিভারের প্রদাহ) সাধারণত : এ, বি, সি, ডি ও ই—এই পাঁচ ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে। হেপাটাইটিস এ ও ই খাদ্য ও পানিবাহিত, যা থেকে একুইট (তীব্র) হেপাটাইটিস হয়ে থাকে এবং সাধারণত চার থেকে আট সপ্তাহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে সেরে যায়। কোনো কোনো ক্ষেত্রে তাত্ক্ষণিক লিভার ফেইলিওর হতে পারে। হেপাটাইটিস ই ভাইরাস গর্ভকালীন অবস্থায় জটিলতার সৃষ্টি করতে পারে। হেপাটাইটিস ডি সাধারণত হেপাটাইটিস বি-এর সঙ্গে তার প্রদাহ ক্রিয়া করে থাকে।