কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রকল্পে লাগামহীন ব্যয় প্রস্তাব

যুগান্তর প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৮:২২

উন্নয়ন প্রকল্পের ব্যয়ে কৃচ্ছ্রসাধনে উচ্চপর্যায়ের নির্দেশনাসহ নানামুখী উদ্যোগ তেমন কাজে আসছে না। এ ধরনের প্রকল্পে লাগামহীন ব্যয়ের প্রস্তাব অব্যাহত আছে।


পাবলিক টয়লেট বা গণশৌচাগার নির্মাণে একক ব্যয় (৫টি টয়লেট মিলে একটি) প্রস্তাব করা হয়েছে ৪৫ লাখ টাকা। এক্ষেত্রে শুধু একেকটি টয়লেটের পেছনে ব্যয় হবে ৯ লাখ টাকা করে।


এভাবে ৭টি এ টাইপের পাবলিক টয়লেট তৈরিতে চাওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ টাকা। এছাড়া ৬টি বি টাইপ পাবলিক টয়লেটের জন্য চাওয়া হয়েছে ২ কোটি ৪০ লাখ টাকা।


ফলে প্রতিটির একক মূল্য দাঁড়ায় ৪০ লাখ টাকা করে। সেই সঙ্গে কয়েকটি কাজের জন্য অত্যধিক পরামর্শক ব্যয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণের নামে কৌশলে বিদেশ ভ্রমণের প্রস্তাব দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও