ডিসেম্বরে আসছে বাপ্পি-মিতু কাজী হায়াতের ‘জয় বাংলা’

বণিক বার্তা প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৭:৫৭

বাঙালি জাতির কাছে ‘জয় বাংলা’ শব্দ যুগল যেমন আবেগের তেমন জনপ্রিয়। এ নিয়ে গান আছে, স্লোগান আছে। কিন্তু কোনো সিনেমা ছিল না। গুণী নির্মাতা কাজী হায়াৎ নির্মাণ করেছেন ‘জয় বাংলা’ নামে সিনেমা। এতে জুটি হয়ে কাজ করেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। এবার জানা গেল, জয় বাংলা সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, ‘জয় বাংলা সিনেমাটির সব কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। সেন্সর পেলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেয়া হবে।’ টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত জয় বাংলা সিনেমার প্রযোজক হিসেবে আছেন মো. মিটু শিকদার। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানও পেয়েছে ছবিটি। মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস জয় বাংলা। এ উপন্যাস থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। উপন্যাসের নামেই এর নামকরণ।


সিনেমাটি নিয়ে নায়ক বাপ্পি বলেন, ‘কাজী হায়াতের মতো একজন নির্মাতার ছবিতে অভিনয় করতে পারা সত্যিই গর্বের। জয় বাংলা ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা। এতে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছি। এমন ঐতিহাসিক সিনেমায় অভিনয় করতে পারছি, এটা আমার জীবনের বড় পাওয়া। আমি সামনেও চেষ্টা করব আরো ভালো ভালো ছবিতে অভিনয় করতে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও