রাশিয়ার তেল-গ্যাস ছাড়া কি বিশ্ব চলতে পারবে?
সারাইয়ের জন্য ১০ দিনের বিরতির পর আবারও ইউরোপে গ্যাস সরবরাহের বৃহত্তম পাইপলাইন নর্ড স্ট্রিম ১ দিয়ে গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া।
তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মস্কো দীর্ঘ সময়ের জন্য সরবরাহ বন্ধ রাখবে বলেও আশঙ্কা করে ইইউ।
সেই শঙ্কা বাস্তবে রূপ না নিলেও মাস না ঘুরতেই সারাই কাজের জন্য আবারও গ্যাস সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। সারাই কাজে নর্ড স্ট্রিম পাইপলাইনে আরেকটি টারবাইন বন্ধ করলে উৎপাদন ২০ শতাংশ কমার কথা জানিয়েছে রাশিয়ার বৃহত্তম গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। এরই ধারাবাহিকতায় রাশিয়া যদি ইউরোপে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে বিশ্বব্যাপী কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে?
বর্তমান নিষেধাজ্ঞাগুলো কী?
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পশ্চিমা নেতারা রাশিয়ার তেল ও গ্যাসের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে।