You have reached your daily news limit

Please log in to continue


আন্তর্জাতিক আদালত কি রোহিঙ্গাদের সুবিচার দেবেন

জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ প্রতিষ্ঠান, যা সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ মোকাবিলা করে থাকে, সেই ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত শুক্রবার মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলা ভেস্তে দেওয়ার চেষ্টাকে একটি ধাক্কা দিয়েছে। আদালত ফরাসি এবং ল্যাটিন ভাষায় লেখা প্রায় ৯ হাজার পৃষ্ঠার একটি রায় প্রকাশ করেছেন। মিয়ানমার সরকারের আইনি দলের ‘এজেন্ট’ ও গণহত্যার পক্ষে প্রচার চালানো নেতা হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়া সাবেক কর্নেল কো কো হ্লাইং এই মামলা সম্পর্কে প্রাথমিকভাবে যে চারটি প্রাথমিক আপত্তি দায়ের করেছিলেন, এই রায়ে তার সবগুলোকে কার্যকরভাবে খারিজ করে দেওয়া হয়েছে।

গাম্বিয়ার কৌঁসুলি হিসেবে আর্সালান সুলেমান ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে আইসিজের এই রায়কে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার আইনজীবী ও আন্দোলনকর্মীদের জন্য একটি ‘সুস্পষ্ট বিজয়’ বলে উল্লেখ করেছেন। জাতিসংঘের আদালতের একটি হতাশাজনক রেকর্ড রয়েছে। সেটি হলো, আইসিজে তার অস্তিত্বের সাত দশকে মাত্র দুটি গণহত্যা মামলার শুনানি করেছেন এবং রায় দিয়েছেন। গণহত্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেনোসাইড ওয়াচ-এর মতে, এর বাইরেও বেশ কয়েক ডজন মামলা রয়েছে, যা আইসিজেতে গণহত্যা হিসেবে স্বীকৃত হতে পারত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন