কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নর্থ সাউথের শিক্ষার্থী মোয়াজেরের ‘মৃত্যু’ ঘিরে যা জানা যাচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১৯:২৭

গাজীপুর সিটি করপোরেশনের গাছা পলাশোনা এলাকায় তুরাগ নদ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজের বিন আলমের (২৩) লাশ উদ্ধার হয়েছে গতকাল সোমবার। কেন এবং কীভাবে অর্থনীতি পড়ুয়া এই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।


তবে মোয়াজের কয়েক দিন ধরে খুব অস্থির ছিলেন। মা দিলারা মজুমদারের কাছে সে কথা বলেও ছিলেন। আজ মঙ্গলবার মোয়াজেরের মামা নাসির মজুমদার প্রথম আলোকে এ কথা জানান।


নাসির মজুমদার বলেন, ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে মোয়াজের বাসা থেকে বেরিয়েছিলেন। পরে তাঁর মাকে জানান, তিনি পঞ্চগড়ে যাচ্ছেন।‌‌


নাসির মজুমদার বোনকে উদ্ধৃত করে আরও বলেন, ‘মোয়াজেরের সঙ্গে তার বান্ধবীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। এটা নিয়ে সে খুব চাপে ছিল, কষ্টও পাচ্ছিল। ছেলেকে ঝামেলা মিটিয়ে নিতে বলেছিলেন তার মা। কয়েক দিন ধরেই মোয়াজের খুব অস্থির ছিল।’

এদিকে মোয়াজের বিন আলমের লাশ উদ্ধারের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় তাঁর বাবা রেজাউল আলম বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। পরিবার হত্যা মামলা করার কথা ভাবছে বলে জানিয়েছেন স্বজনেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও