কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনলাইনে পোশাক কেনার যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

সমকাল প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১৯:২৩

আজকাল অনেকেই অনলাইনে কাপড়চোপড় কেনেন। এতে সময় বাঁচেও আবার পছন্দসই পোশাকও পাওয়া যায়। বেশ কিছু ই-কমার্স ওয়েবসাইটে দোকানের থেকে কম দামেও পোশাক পাওয়া যায়। এতে লাভ হয় ভেবেই অনেকেই ঝাঁপিয়ে পড়ে অনলাইন থেকে শপিং করেন।


তবে অনলাইনে জামাকাপড় বা পোশাক কেনার সময়ে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। তা না হলে ঠকতে পারেন। যেমন-


১. পরিচিত ব্র্যান্ড মানেই তা অনেক বড় ব্র্যান্ড হতে হবে, এমন কোনও ব্যাপার নয়। কিন্তু এমন কোনও ব্র্যান্ডের পোশাক নিন, যাদের পোশাক আপনি দীর্ঘদিন পরছেন। আপনার শরীরে ভালো ফিট হয় যে ব্র্যান্ডের পোশাক, তা বেছে নিতে পারেন অনলাইন থেকে।


২. অনলাইনে পোশাক কেনার সময় অবশ্য়ই ডিটেইলের দিকে লক্ষ্য রাখতে হবে। যে কোনও ই-কমার্স ওয়েবসাইটে পোশাকের ডিটেলস দেওয়া থাকে। সেই ডিটেলসে চোখ বুলিয়ে নিন। কোন মেটেরিয়াল দিয়ে পোশাকটি তৈরি করা হয়েছে তা ভালোভাবে দেখে নিন। সেই মেটেরিয়াল আপনার ত্বকে ঠিকঠাক হবে কিনা, তাও জানা দরকার। এছাড়াও যদি গরমের সকালে পরার মতো পোশাক পরেন, তাহলে নিশ্চয়ই সিল্কের ড্রেস নেবেন না। তাই অবশ্যই মেটেরিয়াল ভালোভাবে জেনে তারপর পোশাকটি নির্বাচন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও