ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য মনিটরিং সেন্টার ইস্তাম্বুলে খোলা হবে: তুরস্ক

ঢাকা টাইমস প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১৯:০২

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় বৈশ্বিক খাদ্য সংকট নিরসনে ইউক্রেন-রাশিয়া শস্য রপ্তানি চুক্তিতে স্বাক্ষর করে গত সপ্তায়। কিন্তু চুক্তি স্বাক্ষরের পরদিনই ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ঘটনার পর রপ্তানি প্রক্রিয়ার নিরাপত্তার স্বার্থে জাতিসংঘ-দালালি চুক্তির অধীনে ইস্তাম্বুলে যৌথ সমন্বয় কেন্দ্র খোলার কথা জানিয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ-দালালি চুক্তির অধীনে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য একটি যৌথ সমন্বয় কেন্দ্র (জেসিসি) খোলা হবে। ইউক্রেন, রাশিয়া, তুরস্ক এবং জাতিসংঘ গত সপ্তাহে ইউক্রেনের শস্য রপ্তানি পুনরায় শুরু করার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে, যা ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রতিবেশী আক্রমণের পরে স্থগিত হয়ে গিয়েছিল। পরিকল্পনার বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য সকল দল জেসিসিতে প্রতিনিধি নিয়োগ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও