You have reached your daily news limit

Please log in to continue


নাদালের ১৭ বছর পর আলকারাজার ইতিহাস

সর্বকনিষ্ট টেনিস খেলোয়াড় হিসেবে র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে জায়গা করে নেওয়ার রেকর্ড গড়েছিলেন রাফায়েল নাদাল। ২০০৫ সাল থেকে রেকর্ডটা স্প্যানিশ এই টেনিস কিংবদন্তির দখলে। নাদালের ১৭ বছর পর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিলেন তারই স্বদেশি কার্লোস আলকারাজ।

হামবুর্গ ওপেনে রানার্স-আপ হয়ে আলকারাজ ৩০০ রেটিং পয়েন্ট পেয়েছেন। হামবুর্গে শিরোপা জিততে পারলে চার নম্বরে উঠে আসতেন এই স্প্যানিয়ার্ড, এখন আছেন পাঁচ নম্বরে। হামবুর্গে আলকারাজকে হারিয়ে শিরোপা জেতেন ২০ বছর বয়সী ইতালিয়ান তরুণ লোরেঞ্জো মুসেত্তি। ক্যারিয়ারে ট্যুর পর্যায়ে প্রথম এই শিরোপা জয়ের পর মুসেত্তি ৩১ ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা ৩১ নম্বর র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।

সুইস ওপেন জিতলেও কাসপার রুডের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শিরোপা ধরে রাখার পরও তাকে টপকে আলকারাজ পঞ্চম স্থানে উঠে এসেছেন। যদিও রানার্স-আপ মাত্তেও বেরাত্তিনি এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে আছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন