চুল হাইলাইটে লেবুর ম্যাজিক

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১৩:৪৩

চুল হাইলাইট করার বেশ চল এখন। ট্রেন্ডি ফ্যাশনের বেশ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ চুলের হাইলাইট। চুলের প্রাকৃতিক রং কিছুটা হালকা করে ফেলাই হলো হাইলাইট। সঠিকভাবে এটি করতে পারলে লুকে আনবে দারুণ বদল। বিভিন্নভাবে চুল হাইলাইট করা যায়। পারলারে যেমন বাড়িতে বসেও তেমনি এটি করা যায় সহজে। সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লেবু।


লেবুকে বলা হয় প্রাকৃতিক ব্লিচ। প্রাকৃতিকভাবে চুলে হাইলাইট করতে চাইলে লেবুর রস ব্যবহার করা যায়। এর জন্য পারলারে অনেক টাকা ব্যয় করতে হবে না। বদলে চুলে পাওয়া যাবে সোনালি রঙের আমেজ।


যেভাবে কাজ করে


লেবুর রস কীভাবে আপনার চুলের রং হালকা করবে সেটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ব্লিচ কীভাবে কাজ করে। ব্লিচ আপনার চুলের মেলানিনকে অক্সিডাইজ করে চুলের প্রাকৃতিক রঙের ক্ষতি করে চুলের রং হালকা করে। লেবুর রসের প্রধান উপাদান সাইট্রিক অ্যাসিড। এটি প্রাকৃতিক ব্লিচ। একে চুল খুব সহজেই শুষে নেয়। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে চুল উজ্জ্বল করে। লেবুর রস ব্লিচের মতোই আপনার চুলের মেলানিনকে অক্সিডাইজ করে রং হালকা করতে সাহায্য করে।


লেবুর রস দিয়ে চুল হাইলাইট যেভাবে


চুল ভালোভাবে শ্যাম্পু করে শুকিয়ে নিন। কারণ, হাইলাইট করার সময় শুকনো চুলে লেবুর রস ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।


যা যা লাগবে



  • এক কাপ লেবুর রস

  • কন্ডিশনার

  • কুসুম গরম পানি

  • একটি স্প্রে বোতল

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও