You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বরেকর্ড! টি-টোয়েন্টি ক্রিকেটে অখ্যাত ব্যাটারের হাত ধরে ইতিহাস

জিনেদিন জিদানের দেশ যে ক্রিকেট খেলে, সেটাই অনেকের কাছে অজানা। বিস্ময়ের পরিমাণটা বিশ্বরেকর্ড করে এক ধাপে কয়েক গুণ বাড়িয়ে দিলেন গুস্তাভ ম্যাকঁ। ফরাসি এই ব্যাটার টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সব থেকে কম বয়সে শতরান করার বিশ্বরেকর্ড করলেন। ১৮ বছর ২৮০ দিন বয়সে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন তিনি। আফগানিস্তানের হজরতুল্লা জাজাইয়ের রেকর্ড ভাঙলেন তিনি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইউরোপীয় অঞ্চলের ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬১ বলে ১০৯ রান করেন এই ওপেনার। তাঁর ইনিংসে পাঁচটি চার, ন’টি ছয় রয়েছে। আপগান ওপেনার জাজাই ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬২ বলে অপরাজিত ১৬২ রান করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ২০ বছর ৩৩৭ দিন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেটিই এখনও পর্যন্ত সব থেকে কম বয়সে শতরানের বিশ্বরকের্ড ছিল। এটি ম্যাকঁর মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে তিনি ৫৪ বলে ৭৬ রান করেন।

ম্যাকঁর বিশ্বরেকর্ড করা শতরান সত্ত্বেও ফ্রান্স এই ম্যাচে জিততে পারেনি। সুইৎজারল্যান্ডের কাছে হেরে যায়। সুইৎজারল্যান্ড শেষ বলে এক উইকেটে জিতে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন