You have reached your daily news limit

Please log in to continue


ব্রিটেনে সম্ভাব্য প্রধানমন্ত্রীর কানে ৪ পাউন্ডের দুল

টেলিভিশনে মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন ঋষি সুনাক ও লিজ ট্রাস। যুক্তরাজ্যের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ভিন্ন মত তুলে ধরার সময় তারা একে অপরকে ছেড়ে কথা বলেননি।

বিতর্কের একপর্যায়ে উপস্থাপক বলেন, ‘লিজ, বিতর্কটা অনেকটা ব্যক্তিগত হয়ে উঠেছে। তো আপনার কানের দুলটা আমি দেখছি। মিডিয়া এটার দাম নিয়ে কথা বলছে। সাড়ে ৪ পাউন্ড দাম। '

তিনি আরো বলেন, ঋষির পোশাক এবং জুতা অনেক দামি। আপনার বক্তব্য কী?

লিজ ট্রাস এ ব্যাপারে বলেন, কারো পোশাক কতটা দামি, সে ব্যাপারে আমার কোনো মাথাব্যথা নেই। আমি মনে করি- ঋষি পরিপাটিভাবে পোশাক পরিহিত একজন মানুষ। তার পোশাক পরার রুচি আমার মনে ধরেছে। লিজ ট্রাসের এসব কথা শুনে হেসে ওঠেন ঋষি সুনাক।
 
বিবিসি জানিয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা দুই প্রতিযোগী ঘণ্টাব্যাপী বিবিসির বিশেষ আয়োজনে একে অপরকে আক্রমণ করতে পারতপক্ষে ছাড় দেননি। তবে পোশাক-পরিচ্ছদ নিয়ে কথা ওঠার পরেও তারা কেউ-কাউকে আক্রমণ করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন