ভারতের গুজরাটে বিষাক্ত মদ্যপানে অন্তত ২১ মৃত্যু
ভারতের গুজরাটে বিষাক্ত মদ্যপানে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও ২০ জনকে অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির সংবাদমাধ্যম নিউজ ১৮ জানায়, সোমবার রাতে আহমেদাবাদের কয়েকটি গ্রাম ও গুজরাটের বোটাড জেলায় মদ্যপানের ঘটনা ঘটে।
গুজরাটের অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) এবং আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে এ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন অভিযুক্তের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
গুজরাটে মদ বিক্রি নিষিদ্ধ থাকলেও গ্রামে গ্রামে মদ বিক্রির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
রাজ্যের প্রবীণ কংগ্রেস বিধায়ক অমিত চাভদা বলেছেন, ‘অপরাধী ও পুলিশের যোগসাজশে এবং রাজ্যে বিজেপি নেতাদের পৃষ্ঠপোষকতায় এখানে ব্যাপক বুটলেগিং (মদের অবৈধ উৎপাদন, বিতরণ বা বিক্রয় চলছে।’
তিনি আরও বলেন, ‘মদের অবৈধ উৎপাদন, বিতরণ বা বিক্রয়ের সঙ্গে জড়িতদের কাছ থেকে নিয়মিত মাসিক ঘুষ নেয় পুলিশ।
অন্যদিকে আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ঘটনার জন্য গুজরাট সরকারকে দায়ী করেছেন। তার মতে, মদ বিক্রির সঙ্গে জড়িতরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। এ কারণে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিষাক্ত মদ
- মদপানে মৃত্যু