মাথা ভর্তি ঘন কালো চুল ফিরে পাবেন ১ মাসেই! সপ্তাহে মাত্র দু’দিন লাগান এই উপাদান আর ম্যাজিক দেখুন
eisamay.com
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১১:৩৮
বর্ষাকাল আসতেই চুলের নানা সমস্যা বাড়তে থাকে। এ আর নতুন কিছু নয়। সারা বছর চুলের একরকম সমস্যা, আর বর্ষা আসতেই সমস্যা বাড়বেই। তখন চুল পড়া আরও বেড়ে যায়। এছাড়াও খুশকির সমস্যা তো আছেই। মাথায় চুলকানি, জ্বালাপোড়াও ভোগায়। চিটচিটে চুল নিয়ে মনে হয়, “কতদিনে এই বর্ষাকাল যাবে?” এই সময়ে এত এত টাকা খরচ করে চুলের যত্ন নেওয়ার কোনও প্রয়োজন নেই।
তার মানে এই নয় যে, চুলের যত্ন নিতে বারণ করছি আমরা। আসলে রান্নাঘরের উপাদান দিয়েই সমস্যা সমাধান যখন করা সম্ভব, তখন তো আর অন্য কিছু প্রয়োজন নেই। চুলের যত্নে কাজে লাগান পেঁয়াজের রস। কীভাবে ব্যবহার করবেন জেনে নিন…