কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজ ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

বাংলা ট্রিবিউন ভারত প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১১:০১

ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন ১৫তম রাষ্ট্রপতি হিসেবে তাকে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন। এরপর নতুন রাষ্ট্রপতিকে ২১ বন্দুকের স্যালুট দেওয়া হবে। থাকবে রাষ্ট্রপতির ভাষণ।


বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন মুর্মু। তিনি ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী নারী হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি পরতে পারেন বলে শোনা যাচ্ছে।



অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যের গভর্নর, সব রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রধান এবং সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। সংসদের কেন্দ্রীয় হলে অনুষ্ঠানের পর নিজের কনভয় নিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হবেন দ্রৌপদী মুর্মু। সেখানে তাকে ইন্টার সার্ভিস গার্ড অব অনার দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও