ইসির সংলাপে আসছে না এলডিপি ও বাসদ

ঢাকা পোষ্ট নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১০:৪৪

নির্বাচন কমিশনের (ইসি) সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ চলছে। এরই ধারাবাহিকতায় আজ চারটি দলের সাথে ইসির সংলাপ হওয়ার কথা ছিল। কিন্তু আজ একটি দল আসবে না বলে জানিয়ে দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে। 


ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ গত ১৭ জুলাই থেকে শুরু হয়েছে যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।



ইসির আজকের সংলাপের তালিকায় দেখা গেছে, বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশের ওয়ার্কার্স পাটি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাথে সংলাপ হওয়ার কথা থাকলেও বাসদ ও এলডিপি সংলাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও