হেনস্তার শিকার আগের দুই ছাত্রীও বিচার চান
গত বছরের ১৯ সেপ্টেম্বর দুই ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হেনস্তার অভিযোগ দেন। পরে অভিযোগটি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে পাঠানো হয়। ওই ঘটনার ১০ মাস পার হলেও এখনো বিচার হয়নি।
গতকাল রোববার হেনস্তার শিকার দুই ছাত্রীর একজন প্রথম আলোকে বলেন, হেনস্তার শিকার হওয়ার পর দফায় দফায় তাঁদের দুজনের সাক্ষাৎকার নেয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের অভিযোগ কমিটি। এরপর আর কিছু জানানো হয়নি।
ওই ছাত্রী আক্ষেপ করে বলেন, ঘটনার বিচার না করে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া উল্টো গণমাধ্যমে তাঁদের নিয়ে মিথ্যাচার করেছেন। প্রক্টর গণমাধ্যমে বলেন, ঘটনার পর তাঁরা (দুই ছাত্রী) অভিযুক্ত চারজনকে মাফ করে দিয়েছেন। আদতে এ ধরনের কিছু হয়নি। তাঁরা কাউকে মাফ করেননি। জানতে চাইলে রবিউল হাসান ভূঁইয়া গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, অভিযোগ কমিটির এক সদস্য মাফ করে দেওয়ার বিষয়টি তাঁকে জানিয়েছিলেন। এ কারণে তিনি গণমাধ্যমে এ কথা বলেন।