![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Jul/16/1657954697867.jpg&path=/uploads/news/2022/Jul/25/1658714288023.jpg&width=600&height=315&top=271)
জাপানে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর ফলে রোববার (২৪ জুলাই) রাত থেকে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ব্যাপক ধোঁয়া, ছাই ও পাথর বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে জাপান সরকার সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করেছে। একই সঙ্গে ওই এলাকার সব বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) রাত ৮টা ৫ মিনিটে সাকুরাজিমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এ সময় প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দূরে বড় বড় পাথর উড়ে যেতে দেখা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, অগ্ন্যুৎপাত শুরু হওয়া আগ্নেয়গিরিটির নাম সাকুরাজিমা। এটি অতি সক্রিয় একটি আগ্নেয়গিরি। ১৯৫৫ সাল থেকে এ আগ্নেয়গিরিটির গতিবিধিতে সতর্ক নজর রাখে জাপান সরকার।