ছাত্রী হেনস্তা: ৫ আসামির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

কালের কণ্ঠ চট্টগ্রাম প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ২০:৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংগীত বিভাগের এক ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় র‌্যাবের হাতে আটক পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন হাটহাজারী পুলিশ। আদালত সেই রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন। রবিবার (২৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ। তিনি বলেন, চবিতে এক ছাত্রী যৌন হেনস্তার ঘটনায় আটক হওয়া পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছি।


মাননীয় আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন। আদেশ পেলে আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করব। এর আগে শুক্রবার (২২ জুলাই) রাতে চারজন এবং শনিবার (২৩ জুলাই) দুপুরে একজনকে আটক করে হাটহাজারী থানায় হস্তান্তর করে। এদিকে যৌন হেনস্তায় জড়িত চবির দুই শিক্ষার্থী আজিম এবং বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে চবি কর্তৃপক্ষ। গত রবিবার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় সংগীত বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৫ তরুণের বিরুদ্ধে। এ সময় ওই ছাত্রীকে গাছে বেঁধে তাকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারন করা হয় বলে অভিযোগ। তার সঙ্গে থাকা বন্ধুকে ও তাকে মারধর করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও