কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকা চুল হবে উধাও! মাত্র ১ সপ্তাহে কুচকুচে কালো চুল ফিরিয়ে দিতে এই ফুল একাই একশো!

eisamay.com প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ২০:০৯

সুন্দর এক ঢাল চুলের(Healthy Hair Tips) স্বপ্ন কে না দেখি বলুন তো! আমাদের সবার মধ্য়েই জেল্লাদার ঘন চুলের এক ইচ্ছে অবশ্যই আছে। কিন্তু সবার সেই ইচ্ছে পূরণ হয় না। যদিও চুল কম বা বেশি হোক, আপনি সুন্দর। সবার সৌন্দর্যই ইউনিক ও প্রশংসা করার মতোই। যাই হোক, কিন্তু যাঁদের সত্য়িই লম্বা ঘন চুল পাওয়ার ইচ্ছে থাকে, তাঁরা নানা ধরনের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকেন।


তাও হয়তো কোনও কাজ হয় না। এছাড়াও অনেকে অল্প বয়সেই চুল পেকে যাওয়া বা চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুক্তভোগী। তাঁরাও এই ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিতে পারেন। চুলে শুধুমাত্র জবা ফুলের ব্যবহারেই কাজে দেবে। জেনে নিন কোন উপায়ে ব্যবহার করতে হবে জবা ফুল(Hibiscus for Hair Growth)। প্রথমে জেনে নিন জবা ফুলের গুণ। (মূল ছবি- istock)
জবা ফুলের গুণ(Hibiscus) জানেন?

আমাদের বাড়ির পাশেই এই ফুল গাছ আছে। পুজোর জবা ফুলের চাহিদাও আছে। কিন্তু এই জবা ফুল আসলে কতটা উপকারী, তা কি আপনি জানতেন? শুধুই শরীর সুস্থ রাখার জন্যে নয়, বরং আপনার চুল ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জবা ফুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও