অনলাইন জুয়া বন্ধ চায় সংসদীয় কমিটি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১৯:৫৯

অনলাইন জুয়া বন্ধ চায় সংসদীয় কমিটি। এজন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসি’র সঙ্গে আলোচনার সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ।


রোববার (২৪ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ বধির ক্রিকেট কাউন্সিলকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে সংযুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। খুলনা ক্রিকেট স্টেডিয়ামে দ্রুতই আন্তর্জাতিক ম্যাচ ফেরাতে এবং দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার মাঝে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ব্যাডমিন্টনের মান আরও বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধাপে টুর্নামেন্ট আয়োজনের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম অংশ নেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও