১৩টি ফেসবুক পেজ খুলে কলেজছাত্রের প্রতারণা
নামীদামি ব্র্যান্ডের মোবাইল ফোন অস্বাভাবিক মূল্যছাড়ে বিক্রির বিজ্ঞাপন দিতেন মশিউর রহমান (১৯)। পণ্যের বিজ্ঞাপনের জন্য খুলেছিলেন ১৩টি ফেসবুক পেজ। একটি ওয়েবসাইটও রয়েছে তাঁর। এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে ২৪ লাখ টাকা হাতিয়েছেন মশিউর। অল্প বয়সে অনলাইনে প্রতারণার ফাঁদ পেতে বসা সেই তরুণ অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে উত্তর পতেঙ্গার একটি বাসা থেকে মশিউর রহমানকে আটক করে র্যাব। মশিউর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে। নোয়াখালীর একটি কলেজের এইচএসসির শিক্ষার্থী তিনি।
আজ রোববার র্যাব-৭-এর চান্দগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাহিনীর উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান এসব তথ্য জানান।
মেজর রেজওয়ানুর রহমান বলেন, ‘অস্বাভাবিক মূল্যছাড়ে অনলাইনে মোবাইল ফোন বিক্রির অফার দিতেন মশিউর। তাঁর তৈরি ফেসবুক পেজগুলোতে কম দামে মোবাইল ফোন বিক্রির চটকদার বিজ্ঞাপন দেওয়া হতো। লোভে পড়ে অনেকেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মশিউরের সঙ্গে লেনদেন করেছেন। কিন্তু টাকা পাওয়ার পর আর তাঁর পাত্তা পাওয়া যেত না।’