‘রং হেডেড পারসন’ ছাড়া কেউ এভাবে বলতে পারে না: হাইকোর্ট

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১৮:৩৬

‘রং হেডেড পারসন’ ছাড়া কেউ এভাবে বলতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কক্সবাজারের এক সাংবাদিককে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অকথ্য ভাষায় গালমন্দ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন নজরে আসার পর আদালত এ মন্তব্য করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ মন্তব্য করেন।


সাংবাদিককে গালি দেওয়া ও ইউএনওর দুঃখ প্রকাশ নিয়ে গণমাধ্যমে আসা একাধিক প্রতিবেদন আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। শুনানি নিয়ে হাইকোর্ট ওই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন।


শুনানির একপর্যায়ে আদালত বলেন, যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। রং হেডেড পারসন ছাড়া কেউ এভাবে বলতে পারে না। যে ভাষা ব্যবহার করেছেন, তা কোনো ভাষা হতে পারে না। দেখা যাচ্ছে, ইউএনও দুঃখ প্রকাশ করেছেন। এর অর্থ তাঁর বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে স্বীকার করে নিচ্ছেন।


সাংবাদিকেরা সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে আদালত বলেন, তাঁরা অপরাধ করলে আইন আছে, প্রেস কাউন্সিল আছে। তবে কেউ এভাবে গালিগালাজ করতে পারেন না। আইন নিজের হাতে তুলেও নিতে পারেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও