দিলীপ কুমার, রাজেশ খান্না থেকে বিরাট কোহলি—কাউকেই ছাড় দেননি তিনি

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১৭:৫২

অভিনেতা হিসেবে তাঁকে সমীহ করেন তাঁর ঘোর বিরোধীও। পাঁচ দশকের হিন্দি ছবির ক্যারিয়ার দিয়ে এই সমীহ আদায় করে নিয়েছেন তিনি। ‘নিশান’, ‘আক্রোশ’, ‘স্পর্শ’, ‘মির্চ মাসালা’, ‘জুনুন’, ‘মান্ডি’ থেকে ‘অর্থ সত্য’—তাঁর কথা উঠলেই একের পর এক বলে দেওয়া যায় সিনেমাগুলোর নাম। এমনকি চলতি বছর মুক্তি পাওয়া ‘গেহরাইয়া’তে ছোট্ট একটা চরিত্রেও নিজের জাত চিনিয়েছেন। তিনি আর কেউ নন, হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা নাসিরউদ্দিন শাহ। অভিনেতা হিসেবে যতটা আলোচিত, নিজের মন্তব্যের জন্য ততটাই বিতর্কিত তিনি। সিনেমা থেকে শুরু করে ভারতের রাজনৈতিক, সামাজিক নানা ইস্যুতে বরাবরই সরব। প্রশ্ন করা হলে লুকোছাপা না করে অকপট বলে দেন নিজের ভাবনা। ২০ জুলাই ছিল এই শক্তিমান অভিনেতার ৭২তম জন্মদিন। নাসিরউদ্দিন শাহর জন্মদিন উপলক্ষে নানা বিষয়ে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস।

অনুপম খের একটা ভাঁড়
২০২০ সালে অনুপম খেরকে নিয়ে মন্তব্য করে বিতর্কের ঝড় তোলেন নাসিরউদ্দিন শাহ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে সমর্থনের জন্য অনুপমকে ‘চাটুকার’ বলে অভিহিত করেন। দ্য ওয়্যারকে দেওয়া সেই সাক্ষাৎকারে নাসিরউদ্দিন বলেন, ‘অনুপমের মতো একজন, যে কিনা খুবই সরব (সরকারের সমর্থনে), তাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। সে একটা ভাঁড়।’ মন্তব্যের পাল্টা দিতে গিয়ে অনুপম বলেন, হতাশা থেকেই নাসিরউদ্দিন এসব বলেছেন। এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও