You have reached your daily news limit

Please log in to continue


ইউরোপের পর ওশেনিয়া, জেমস গাইবেন অস্ট্রেলিয়ার তিন শহরে

ইউরোপ সফর শেষ করে এবার ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়ায় পা রাখতে যাচ্ছেন নন্দিতশিল্পী জেমস। সঙ্গে থাকছে তাঁর ব্যান্ড নগর বাউল। সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে আয়োজিত তিনটি কনসার্টে অংশ নিতেই এবারের অস্ট্রেলিয়া সফর।

নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, আগামী ২৭ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তাঁরা। 

৩০ জুলাই সিডনিতে আয়োজিত 'বাংলাদেশ নাইট ২০২২'-এ পারফর্ম করবেন জেমস ও নগর বাউল। এটি অনুষ্ঠিত হবে সিডনির লিভারপুলের হুইটলাম লেজার সেন্টারে। সেখানে জেমস ছাড়াও পারফর্ম করবেন পিন্টু ঘোষ, ডিজে রাহাতসহ দেশের আরও কয়েকজন শিল্পী।

পরদিন ৩১ জুলাই 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মেলবোর্ন' আয়োজিত আরেকটি কনসার্টে অংশ নেবেন জেমস। মেলবোর্নের পর এই রকস্টারের তৃতীয় কনসার্টটি হবে ৬ আগস্ট অ্যাডিলেডে।

অস্ট্রেলিয়ার তিন শহর মাতিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন জেমস। ফিরেই নতুন গানের আয়োজন শুরু করবেন বলে তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন