কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নদীবেষ্টিত নারায়ণগঞ্জে মাছের আকাল

জাগো নিউজ ২৪ নারায়ণগঞ্জ সদর প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১৭:৪৫

নদীবেষ্টিত জেলা নারায়ণগঞ্জ। মূল শহরের বুক চিরে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। পূর্বে মেঘনা, পশ্চিমে বুড়িগঙ্গা, দক্ষিণ-পশ্চিমে ধলেশ্বরী। পুরাতন ব্রহ্মপুত্র নদও জেলার পশ্চিম দিক দিয়ে সিদ্ধিরগঞ্জ হয়ে নারাণগঞ্জ সদরে ধলেশ্বরীতে মিলিত হয়েছে। সেই সঙ্গে এসব নদীর সঙ্গে শহরের বিভিন্ন এলাকা দিয়ে যুক্ত রয়েছে অসংখ্য খাল-নালা-বিল। অথচ নারায়ণগঞ্জবাসীর খাবারের প্লেটে জোটে না দেশি মাছ। এখানকার চাহিদা পূরণ হয় অন্য জেলা থেকে আসা ও চাষ করা মাছে।


যে কারণে মাছের দেখা মিলছে না







জেলার নদীগুলো ধুকছে শিল্পদূষণে। বাসা বাড়ির ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে শহরের খাল-বিল, নালা। ড্রেজার দিয়ে বালুভরাটের কারণে পুকুর, খাল-বিল, নালাসহ মৎস্য সম্পদের সব উৎস চাপা পড়েছে বালুর নিচে। নদীর পাড়ঘেঁসে শোভা পাচ্ছে বাড়িঘর, দালান, শিল্পকারখানা আর দোকানপাট। ফলে বিলুপ্ত হচ্ছে মছের আবাসস্থল।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও