You have reached your daily news limit

Please log in to continue


এমপিদের কাছে কিলঘুষি কেন এত প্রিয়

২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার ছিল: জাতীয় সংসদকে কার্যকর ও সরকারের জবাবদিহি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সম্পদের হিসাব ও আয়ের উৎস প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করা হবে। জাতীয় সংসদ কতটা কার্যকর হয়েছে, সে বিচার দেশবাসী করবে।

কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কারোরই সম্পদের হিসাব ও আয়ের উৎস প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সাংবাদিকদের এ–সংক্রান্ত জিজ্ঞাসায় মুখস্থ বক্তব্য দেওয়া হয়, ‘আয়–ব্যয়ের হিসাব তো এনবিআরে আছে, আপনারা দেখে নিন।’ এনবিআর কিংবা নির্বাচন কমিশনে হলফনামায় আয়–ব্যয়ের হিসাব দেওয়া আর জনসমক্ষে প্রকাশ এক কথা নয়। আসলে নির্বাচনের আগে-পরে বেশির ভাগ সংসদ সদস্যের আয়-সম্পদ এত বেড়ে যায় যে তাঁরা সেটি জনসমক্ষে প্রকাশ করতে লজ্জা পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন