সঙ্গী সবসময় সন্দেহের চোখে দেখে?

সমকাল প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১৪:১৭

সম্পর্ক শুরুর পর বেশ কিছুটা সময় যায় একে অন্যকে বুঝতে। সময়ের সঙ্গে সঙ্গে অনেকের সম্পর্কে টানাপোড়ন শুরু হয়। কেউ কেউ সঙ্গীকে সন্দেহ করেন। এতে তিক্ততা আরও বাড়ে। তবে সবার সঙ্গে একই ঘটনা ঘটবে বিষয়টা তা নয়।


বিশেষজ্ঞদের মতে, ভালোবাসলে বিশ্বাস থাকতে হবে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, সম্পর্কে থেকেও একে অপরকে বিশ্বাস করে উঠতে পারছেন না। তখন সমস্যা তৈরি হয়ে যায়। এই অবস্থা থেকেই তৈরি হয় সন্দেহ।


বিশেষজ্ঞদের মতে, সঙ্গী যদি কথায় কথায় সন্দেহ করেন তবে সতর্ক হয়ে যাওয়া ছাড়া আর কোনও গতি নেই। কারণ এই অবস্থাটা যে কোনও সম্পর্কের জন্যই খারাপ। সেক্ষেত্রে সতর্ক হয়ে নিজেদের মধ্যে বিশ্বাসের বন্ধন তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে কিছু টিপস অনুসরণ করতে পারেন-


কী কারণে সন্দেহ জানুন : কোনও মানুষের মনে এমনি এমনি কিছু প্রবেশ করে না। এর পিছনে কোনও না কোনও কারণ রয়েছে। আপনাকে সেই কারণটাই খুঁজে বের করতে হবে। তবেই এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও