চাকরিতে প্রমোশন পেতে চাইলে যা করবেন
কখনো কি খেয়াল করেছেন যে আপনি যত কাজ করেন তার চেয়ে কম কাজ করেও কেউ কেউ অফিসে প্রমোশন পেয়ে যাচ্ছেন? কেন তারা আপনার চেয়ে বেশি যোগ্য বলে বিবেচিত হচ্ছেন তা কি কখনো ভেবে দেখেছেন? হয়তো তাদের পরিস্থিতি পরিচালনা করার দক্ষতা এবং আরও অনেক বিষয় আপনার চেয়ে বেশি গ্রহণযোগ্য। জেনে নিন কোন দিকগুলো থাকলে অফিসে আপনার প্রমোশন পাওয়া সহজ হবে-
সময়মতো প্রতিভা দেখানো
সব কর্মীরই আলাদা আলাদা ক্ষমতা, সামর্থ্য, প্রতিভা থাকে। নিজের প্রতিভা ও সামর্থ্যের সঙ্গে মিলিয়ে চাকরি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। তাতে অন্তত মাছকে গাছে উঠতে বাধ্য করতে হয় না! এর বদলে তারা নিজেদের দক্ষতাকে ঝালাই করতে পারে। সিসেরো গ্রুপের ২০১৫ সালের একটি প্রতিবেদন অনুসারে, কর্মক্ষেত্রে স্বীকৃতি গুরুত্বপূর্ণ কারণ এটি কর্মীকে আরও উত্পাদনশীল করে তোলে। প্রতিবেদনটিতে অংশগ্রহণকারী উত্তরদাতাদের মধ্যে ৩৭% কর্মচারী বলেছেন যে, ম্যানেজার বা কোম্পানির স্বীকৃতি তাদের কর্মক্ষেত্রে এগিয়ে নিতে সাহায্য করেছিল, গবেষণা অনুসারে।