কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তাজউদ্দীন আহমদ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়

ঢাকা পোষ্ট শারমিন আহমদ প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১২:০৯

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। আজ তার জন্মদিন। তার সম্বন্ধে নতুন প্রজন্ম খুব কমই জানে। এটা তাদের দোষ নয়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, শিক্ষাব্যবস্থা, গবেষণা, আলোচনা ও কর্মকাণ্ডে তাকে খুঁজে পেতে কষ্ট হয়।


জাতীয় জাদুঘর-মুক্তিযুদ্ধ জাদুঘরগুলো থেকেও তার সম্বন্ধে খুব কম জানা যায়। কিন্তু তাজউদ্দীন আহমদকে গভীরভাবে না জানলে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ও গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসকেও সঠিকভাবে জানা অসম্ভব।


১৯২৫ সালের ২৩ জুলাই। শীতলক্ষ্যা নদী তীরবর্তী, লাল মাটির আলপনায় আঁকা, শাল-গজারি বনের বেষ্টনীতে ঘেরা শ্যামল সবুজ দরদরিয়া গ্রাম। সেই গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দীন আহমদ।


ঢাকা থেকে ৮২ কিলোমিটার দূরবর্তী এই গ্রামে যে প্রতিভাবান শিশু সেদিন জন্মগ্রহণ করেছিল তার হাতেই যে একটি রাষ্ট্র ভূমিষ্ঠ হবে তা কে জানত? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন বাঙালি জাতির স্বাধীনতার প্রেরণা। বঙ্গবন্ধু যখন পাকিস্তান কারাগারে বন্দি, তখন তার অবর্তমানে সর্বসম্মতভাবে মুক্তিযুদ্ধের মূল দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দীন আহমদের ওপর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও