কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোমাঞ্চ ছড়িয়ে শেষ বলে জিতল ভারত

প্রথম আলো প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১০:৪০

ধীরে ধীরে ওয়ানডে ক্রিকেটের মৃত্যু ঘটছে—কথাটা কদিন আগেই বলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী, রবিচন্দ্রন অশ্বিনও মনে করেন, ওয়ানডে ক্রিকেটের সেই আগের দিন আর নেই।


তিন সংস্করণের মধ্যে কোনো সংস্করণ উঠে গেলে সেটি ওয়ানডে ক্রিকেট, এমনও মনে করেন কেউ কেউ। কিন্তু পোর্ট অব স্পেনে কাল রাতে ওয়েস্ট ইন্ডিজ-ভারত ওয়ানডে ম্যাচ দেখে এই সংস্করণের পক্ষে থাকা ক্রিকেটপ্রেমীদের সংখ্যাটা বাড়তে পারে। মোট ৬১৩ রানের এই ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ বলে।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩০৮ রান তোলে ভারত। জিততে হলে কুইন্স পার্ক ওভালে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি নতুন করে লেখাতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। এ মাঠে ১৯৮৮ সালে সর্বোচ্চ ২৭২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে এই ওয়েস্ট ইন্ডিজই।


কাল রাতে রেকর্ডটি নতুন করে লেখানোর খুব কাছে গিয়েও পারেনি নিকোলাস পুরানের দল। ৬ উইকেটে ৩০৫ রানে থেমেছে ক্যারিবিয়ানদের ইনিংস। ৩ রানের জয়ে তিন ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শিখর ধাওয়ানের দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও