You have reached your daily news limit

Please log in to continue


আসছে ‘দ্য লাস্ট অফ আস পার্ট ১’-এর পিএস৫ সংস্করণ

বৃহস্পতিবার প্রকাশিত ওই ট্রেইলার বলছে, গেইমের গ্রাফিক্স আগের চেয়ে আরও উন্নত করেছে নির্মাতা। অবশ্য, তার মানে এই নয় যে, গেইমটির আগের সংস্করণের গ্রাফিক্স খারাপ ছিল - প্রতিবেদনে বলেছে ভার্জ।

তবে সবচেয়ে চমকপ্রদ পরিবর্তনটি এসেছে এর গেইমপ্লেতে।

গেইমে থাকা শত্রুদের এআই এবং অন্যান্য ফিচার উন্নত করার কথা বলছে নির্মাতা নটিডগ। পাশাপাশি, কয়েকটি বাড়তি গেইমপ্লে মোড এবং গেইমের কাটসিনে প্রবেশের জন্য অডিও বর্ণনা দেওয়ার কথাও জানিয়েছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন